রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০০৯

অলৌকিক সংখ্যাতত্ত্ব

এক


২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বিস্ময়ে হতবাক হয়ে দেখে যুক্তরাষ্ট্রের উপর হামলার এক বিরল ও মর্মান্তিক দৃশ্য । বিশ্ব বাণিজ্য সংস্থার টুইন টাওয়ারটি চোখের নিমিষে ধ্বসে পড়ে। গোটা দুনিয়া নাড়া খায়, তারপর থেকে বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে থাকে- সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয়া হয়- আর আমরা দেখতে পাই এই ঘোষনার মধ্য দিয়ে দুনিয়াজুড়ে এক সর্বগ্রাসী দানবের সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে। দানবটি হলো যুক্তরাষ্ট্র। দানব রাষ্ট্রপতি George W. Bush। George W. Bush এ মোট অক্ষর সংখ্যা হলো ১১টি। “১১” সংখ্যাটি হলো দারুন অশুভ সংখ্যা। সমস্ত কিছুর মূলেই আছে এই ১১ 
 
এক নজরে তাহলে সেটাই দেখি:
  • হামলার তারিখ: সেপ্টেম্বরের ১১
  • হামলার তারিখ: ৯/১১ ==>> ৯+১+১=১১
  • সেপ্টেম্বর ১১ হলো বছরের ২৫৪ তম দিন ==>> ২+৫+৪=১১
  • সেপ্টেম্বের ১১ এর পরে বছর শেষ হতে আর ১১১ দিন বাকি ছিল
  • টুইন টাওয়ার পাশাপাশি দাঁড়ানো- যা দেখতে ১১
  • প্রথম বিমান যেটি আঘাত হানে সেটি ১১ নং ফ্লাইট
  • American Airlines মানে AA। A হচ্ছে ইংলিশ বর্ণমালার প্রথম অক্ষর: মানে American Airlines>> AA>> ১১
  • নিউইয়র্ক স্টেট হচ্ছে ইউনিয়নে যুক্ত হওয়া ১১ নাম্বার স্টেট।
  • New York City – ১১ টি অক্ষর
  • Afghanistan – ১১ টি অক্ষর
  • The Pentagon – ১১ টি অক্ষর
  • ফ্লাইট ১১ – ৯২ অন বোর্ড ->> ৯+২=১১
  • ফ্লাইট ৭৭ – ৬৫ অন বোর্ড ->> ৭৭= ১১*৭ ->> ৬+৫=১১
  • Air Force One ==>> ১১ অক্ষর
  • Saudi Arabia =>> ১১ অক্ষর
  • ww terrorism =>> ১১ অক্ষর
  • ইউ এস স্টেট সেক্রেটারি Colin Powell ==>> ১১ অক্ষর
  • নভেম্বর ১১ হচ্ছে যুক্তরাষ্ট্রের Remembrance day, নভেম্বর হলো ১১ তম মাস।
  • বিশ্ব বাণিজ্য সংস্থায় আঘাত হানা বিমানের পাইলট Mohamed Atta ==>> ১১ অক্ষর
 

দুই

উপরের আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি?
একমাত্র সিদ্ধান্ত এটাই হতে পারে যে, ১১ একটি অলৌকিক সংখ্যা।
এবং ১১ সেপ্টম্বরের ঘটনাটি একটি অলৌকিক ঘটনা।
বাইবেল ও বিভিন্ন প্রাচীণ মিথে শয়তানের চিহ্নের সাথে ১১ এর একটা যোগ পাওয়া যায়। নিউ টেস্টামেন্ট এ শয়তানের চিহ্ন ৬৬৬ যাও ১১ দ্বারা বিভাজ্য।

সুতরাং বুঝা যাচ্ছে- এটি অবশ্যই শয়তানের কাজ। এই ১১ সেপ্টেম্বরেই শয়তান দুনিয়ায় নেমে এসেছে এবং তার রাজত্ব প্রতিষ্ঠা করেছে George W. Bush এর উপর ভর করার মাধ্যমে।

 

তিন

এক ও দুই নং অনুচ্ছেদের আলোচনাটি দেখে তো চমকেই উঠেছিলাম। dharmakatha -তেও দেখি ১১ টি অক্ষর। নিজের জীবনে তো দেখি আরো অনেক ১১ও আছে। খাইছে!! আমারেও কি শয়তানে পাইলো না-কি?

 

চার
আসেন এবার মজা বাদ দিয়ে একটু যুক্তি করা যাক…
অলৌকিক ১১ এর তত্ত্বটি সম্পূর্ণই ভয়া ও বাজে। ৬৬৬ কে ১১ দিয়ে ভাগ করলে পাওয়া যায় ৬০.৫৪৫৪৫৪.. মানে এটা ১১ দিয়ে বিভাজ্য নয়।

অসংখ্য বিষয় পাওয়া যাবে যার সাথে ১১ এর কোন সম্বন্ধ নেই:

  • হামলার বছর ২০০১=> ২+০+০+১= ৩ (১১ নয়)
  • বিমান গুলো আঘাত হানে সকাল ৯ টার দিকে (১১ টার দিকে নয়!!)।
  • ৪ টি (১১টি নয়) বিমান হামলা করেছে।
  • বিমানে লোকের সংখ্যা ২৬৬=> ২+৬+৬=১৪ (১১ নয়)
  • একটি প্লেন এর নাম্বার ৭৬৭ => ৭+৬+৭=২০ (১১ নয়)
  • আরেকটি প্লেন এর নাম্বার ৭৫৭ => ৭+৫+৭= ১৯ (১১ নয়)
  • ৭৫৭ নং প্লেন এর ফুয়েল ক্যাপাসিটি ২০,০০০ গ্যালন (১১ হাজার গ্যালন নয়)
  • ৭৫৭ নং প্লেন এর ডানার দৈর্ঘ ১২৪ ফুট =>১+২+৪ = ৭ (১১ নয়)
  • ৭৫৭ নং প্লেন এর ডানার দৈর্ঘ ১৫৬ ফুট =>১+৫+৬ = ১২ (১১ নয়)
  • একটি টাওয়ারের উচ্চতা ১৩৬২ ফুট=> ১+৩+৬+২ = ১২ (১১ নয়)
  • অন্যটির উচ্চতা ১৩৬৮; ১+৩+৬+৮ = ১৮ (১১ নয়)
  • অন্য ফ্লাইট গুলো হচ্ছে: UA ৯৩=> ৯+৩= ১২ (১১ নয়)
  • UA ১৭৫=> ১+৭+৫= ১৩(১১ নয়)
  • ফ্লাইট ১১ এর প্যাসেঞ্জার ছিল ৮১ জন=> ৮+১ = ৯ (১১ নয়)
  • Boston =>> ৬ টি অক্ষর (১১ নয়)
  • Massachusetts => ১৩ টি অক্ষর (১১ নয়)
  • Pennsylvania => ১২ টি অক্ষড় (১১ নয়)
  • Washington D.C. =>> ১২ টি অক্ষর (১১ নয়)
  • Los Angeles =>> ১০ অক্ষর (১১ নয়)
  • হাইজ্যাকারদের সংখ্যা ১৯ =>> ১+৯= ১০ (১১ নয়)
  • Tony Balair => ১০ অক্ষর (১১ নয়)


একই ঘটনাকে অন্য সংখ্যা দিয়েও প্রমাণ করা যাবে যে অন্য আরেকটি সংখ্যা অলৌকিক। যেমন ধরা যাক ২।

  • হামলার তারিখ: ১১/৯ =>> ১১-৯= ২
  • হামলার তারিখ: সেপ্টেম্বর ১১ => ১+১=২
  • হামলার বছর: ২০০১ => ২+ ০*০*১=২
  • ১১ সেপ্টেম্বর হচ্ছে বছরের ২৫৪ তম দিন=> ২+৫+৪= ১১=> ১+১=২
  • বিশ্ব বাণিজ্য সংস্থা => ২ টি টাওয়ার
  • World Trade Center কে আঘাত হেনেছে ২ টি বিমান
  • প্রতি বিমানে ২ টি ডানা আছে।
  • প্রথম আঘাতকারী বিমানের ফ্লাইট নাম্বার ১১=> ১+১=২
  • New York => ২ টি শব্দ
  • The Pentagon => ২ টি শব্দ ……….. ইত্যাদি।

 

পাঁচ

কোরআনের ম্যাথমেটিকল মিরাকল অব ১৯ তত্ত্বের প্রতি যারা বিস্মিত ও মুগ্ধ তাদের জানিয়েছিলাম:
 

অনেক কিছুই আছে যা ১৯ এর সাথে খাপ খায় না:

  • কোরআনে পারা ৩০ যা ১৯ দিয়ে বিভাজ্য না
  • কোরআনে রুকু ৫৫৮ টি, যা ১৯ দ্বারা বিভাজ্য নয়
  • সিজদাহ ১৫ টি যা ১৯ দ্বারা বিভাজ্য নয়
  • মাক্কী সুরা ৮৬, মাদানী সুরা ২৬ টি- কোনটিই ১৯ দ্বারা বিভাজ্য নয়
  • নোকতা ১,০৫,৬৮৪ টি যা ১৯ দ্বারা বিভাজ্য নয়
  • আল্লাহ শব্দটি সংখ্যা ১৯ দ্বারা বিভাজ্য ধরে নিলেও (আসলে না)- রাসুল, মুহাম্মদ সা, জীব্রাইল, মানুষ প্রভৃতি অসংখ্য শব্দ আছে যার সংখ্যা ১৯ দ্বারা বিভাজ্য নয়।
  • বিসমিল্লায় ১৯ টি অক্ষর থাকলেও কলেমা তাইয়েব্যা (লা ইলাহা ইল্লাল্লাহ…), কলেমা শাহাদাত, আউজুবিল্লাহ…, এমন অসংখ্য গুরুত্বপূর্ণ বাক্যের অক্ষর ১৯ টি নয়।
  • সুরা ৯৬ এর অক্ষর সংখ্যা ৩০৪টি যা ১৯ দ্বারা বিভাজ্য হলেও সুরা ১, ২, …. এমনকি ১১০ বা অন্য সুরাগুলো অক্ষর সংখ্যা ১৯ দ্বারা বিভাজ্য না।
  • ১১০ নং সুরায় শব্দের সংখ্যা ১৯ টি। বাকি সুরাগুলোর শব্দসংখ্যা ১৯ নয়। ….. ইত্যাদি।

অন্য যেকোন আরেকটি সংখ্যা দিয়েও তালিকা বের করে অলৌকিক তত্ত দেয়া যেতে পারে:

  • আল্লাহ শব্দটিতে অক্ষর ৪ টি
  • ৪ নং সুরায় আয়াত ১৭৬ => ৪*৪৪=১৭৬
  • সুরা এখলাসের আয়াত সংখ্যা ৪
  • সুরা এখলাসের প্রথম আয়াত যেখানে আল্লাহর একত্ব সম্বন্ধে ঘোষণা দেয়া হয়েছে (কুলহু আল্লাহু আহাদ)- প্রথম আয়াতটিতে শব্দ সংখ্যা ৪ টি।
  • সুরা এখলাস ১১২ নং সুরা, যা ৪ দ্বারা বিভাজ্য => ১১২/৪=২৮=> ২+৮=১০=> ১+০=১ অর্থাৎ আল্লাহ এক
  • কোরআনে আয়াত সংখ্যা ৬২৩৬, যা ৪ দ্বারা বিভাজ্য
  • আসমানী কিতাবের সংখ্যা ৪ টি
  • আসমানি কিতাব নাযিলকৃত রাসুল ৪ জন
  • প্রধান ফেরেশতা ৪ জন ….. ইত্যাদি।

অতএব প্রমাণিত হলো যে কোরআন অলৌকিক এবং এই ৪ সংখ্যাটি একটি অলৌকিক সংখ্যা। এই অলৌকিক ৪ এর তত্ত আবিষ্কার করেছেন নাস্তিকের ধর্মকথা (যদিও তিনি রাশাদ খলীফার ন্যায় নিজেকে নবী দাবি করেননি…)। এখনো তত্তটি খসড়া পর্যায়ে আছে। আরবী টেক্সট ওয়ার্ডে নেয়ার কাজ চলছে- সেটা হয়ে গেলেই সুদীর্ঘ তালিকা নিয়ে তিনি অচিরেই জনসম্মুখে হাজির হবেন। ভদ্রলোক তার সমস্ত হিসাবাদি কম্পিউটারের ক্যালকুলেটর টুলটি ব্যবহার করে করেছেন- আগামিতে কম্পিউটারের আরো নানা বাহারি ব্যবহারে ৪ এর অলৌকিকতার তালিকাটিকে সম্পূর্ণ করে তোলা হবে। সুতরাং নিসন্দেহে বলা যায় এই ৪ এর তত্ত সম্পূর্ণ (১০০%) কম্পিউটারাইজড পদ্ধতিতে পাওয়া।

এছাড়াও তিনি জানিয়েছেন- প্রকৃতিতেও অলৌকিক সংখ্যা ৪ এর উদাহরণ গণ্ডায় গণ্ডায় আছে। পরবর্তীতে এহেন তালিকাও তিনি হাজির করবেন, তবে এক্ষণে একটি উদাহরণ দিয়ে বর্তমান নিবন্ধটি শেষ করা যাক:
নুরানী পশু ছাগলের ঠ্যাং ৪টি।